বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ০২:০০:৩৭

তারেক রহমানের জনসভায় আসার পথে ছাত্রদল নেতা খুন

তারেক রহমানের জনসভায় আসার পথে ছাত্রদল নেতা খুন

এমটিনিউজ২৪ ডেস্ক : ভোলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় আসার পথে মায়ের সামনে ছাত্রদল নেতা সিফাত হাওলাদারকে (২৪) কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ নেতার ছেলেরা।

বুধবার সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সিফাত হাওলাদার রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে এবং রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী।

নিহতের মা ইয়ানুর বেগম জানান, আমার ছেলে সিফাত হাওলাদার তারেক রহমানের সমাবেশে ঢাকা যাওয়ার জন্য বের হয়েছে। আমিও ছেলেকে বিদায় দিতে বাড়ি থেকে দরজা পর্যন্ত এসেছি। হঠাৎ করে রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হেলাল মেম্বারের ছেলে হাসিব ও মোক্তার হাওলাদারের ছেলে রনির নেতৃত্বে মঞ্জিলসহ ৮/১০ জনে বাগান থেকে বের হয়ে মুখ চেপে ধরে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেছে আমার ছেলেকে। পা ধরার পরেও তারা আমার ছেলেকে ছাড়েনি, আমার চোখের সামনে আমার একমাত্র ছেলেকে হত্যা করেছে হেলাল মেম্বারের ছেলেরা।

ইয়ানুর বেগম আরো বলেন, আওয়ামী লীগের সময় তারা আমার ছেলের পা ভেঙে দিয়েছে। আজ হত্যা করে আমার বুক খালি করে দিল।

নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার বলেন, আমি বিএনপি করি, আমার ভাই আওয়ামী লীগ করে—এটাই অপরাধ। আজ আমার ভাতিজারা আমার ছেলেকে হত্যা করল। আমি এর বিচার চাই।

এদিকে স্থানীয়রা জানান, হেলাল মেম্বার রাজাপুরের মূর্তিমান আতঙ্কের নাম ছিল। রাজাপুর ৯ নম্বর ওয়ার্ডে হেলাল মেম্বার ও তার ছেলেদের কথা ছাড়া কিছুই হয়নি। অথচ ৫ তারিখে আওয়ামী লীগের পতনের পরও হেলাল মেম্বার ও তার সন্তানরা প্রকাশ্য এলাকায় ব্যবসা-বাণিজ্য চালিয়ে গেছে। আজ তারই বলি ছাত্রদল নেতা সিফাত হাওলাদার।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনা শোনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। আসামি ধরার জন্য চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে