ভোলা : দুটি ছাগলকে পানিতে চুবিয়ে হত্যার সময় বাধা দেয়ায় স্ত্রীকেও একই কায়দায় হত্যা করলেন স্বামী।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা জেলার লালমোহন সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়রা স্বামী আব্দুর রাজ্জাককে (৬৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত স্ত্রীর নাম ফাতেমা বেগম।
স্থানীয়রা জানান, লালমোহন সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাকলাই বাড়ির আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এর আগেও তিনি কয়েকবার স্ত্রীকে গলাটিপে হত্যার চেষ্টা করেন।
বুধবার সকালে আব্দুর রাজ্জাক তার দু’টি ছাগল নিয়ে পার্শ্ববর্তী বিলে পাতাবনের কাছে যান। এ সময় ছাগল দুটি পানিতে ডুবিয়ে হত্যা করেন তিনি।
খবর পেয়ে তার স্ত্রী ফাতেমা বেগম ও ভাতিজা বউ জান্নাত ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রাজ্জাক স্ত্রীকেও পানির নিচে চেপে ধরে ধরেন।
সঙ্গে থাকা ভাতিজা বউ জান্নাত চিৎকার করলে লোকজন জড়ো হন। ততক্ষণে রাজ্জাকের স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয়রা রাজ্জাককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আব্দুর রাজ্জাকের মাথা খারাপ স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।
৩১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম