সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ০৮:০৯:৫১

নেতার গায়ে চাকায় ছিটকে রাস্তার পানি, ক্ষোভে ১১টি বাস ভাঙচুর

নেতার গায়ে চাকায় ছিটকে রাস্তার পানি, ক্ষোভে ১১টি বাস ভাঙচুর

ভোলা : ছাত্রলীগ নেতার গায়ে রাস্তার ময়লা পানি  লাগার জেরে বাসস্ট্যান্ডে হামলা চালিয়ে ১১টি বাস ভাঙচুর করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

 
এ ঘটনা ঘটে সোমবার দুপুরে ভোলার চরফ্যাশনে। ওই ছাত্রলীগ নেতার নাম শিপন।  তিনি চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি।
 
স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে বাস মালিক সমিতির একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাচ্ছিল।  রাস্তার বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে পানি জমেছিল।  ছাত্রলীগ সভাপতি শিপন রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিলেন।

এ সময় বাসের চাকার চাপে রাস্তার ময়লাযুক্ত পানি ছিটে গিয়ে শিপনের জামা-কাপড় নষ্ট হয়।  এতে উত্তেজিত হয়ে ছাত্রলীগ সভাপতি ওই বাসটি থামিয়ে চালক সবুজকে মারধর করেন।  একপর্যায়ে বাসের স্টাফরা উত্তেজিত হয়ে ছাত্রলীগ সভাপতিকে বাস ডিপোতে নিয়ে আটকে রাখেন।
 
মুহূর্তের মধ্যে সেই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে চরফ্যাশন সরকারি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা এসে বাসস্ট্যান্ডে হামলা চলিয়ে বাস ভাঙচুর করে।
 
চরফ্যাশন বাসমালিক সমিতির সভাপতি মনিরুদ্দিন চাষী জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে তাদের ১১টি বাস ভাঙচুর করেছে। বাসের স্টাফদের মধ্যে সবুজ, রাহাত, তানজিল, শিপনসহ আরো কয়েকজন আহত হয়েছেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা।  তবে চরফ্যাশন পৌর মেয়র বিষয়টির সুষ্ঠু মীমাংসার জন্য সন্ধ্যায় উভয়পক্ষকে তার কার্যালয়ে ডেকেছেন।  সুষ্ঠু সমাধান না হলে আইনের আশ্রয় নেয়ার চিন্তা করবেন বলে জানান তিনি।
 
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ১১টি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।  তবে বিকেল পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।
২৫ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে