বগুড়া : ভাত দিতে দেরি হওয়ায় ছেলের হাতে খুন হয়েছেন এক মা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০টার দিকে বগুড়ার ধুনটে শৈলমারী গ্রামে। ভাত দিতে দেরি হওয়ায় মাদকাসক্ত ছেলে আবু বক্করের (২৫) হাতে খুন হন মা আলতাফুন্নেছা খাতুন (৫০)।
১০টার দিকে মা’র মাথায় লাঠি দিয়ে আঘাত করলে রাত ২টার দিকে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শৈইলমারী গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে আবু বক্কর মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই মাকে মারধর, ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো। চুরি করে ঘরের জিনিসপত্র বিক্রি করতো।
তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে বাড়িতে এসে তার মাকে ভাত দিতে বলে। তিনি একটু পরে খেতে দিতে চাইলে ক্ষিপ্ত হয় ছেলে। একপর্যায়ে ঘরে থাকা কাঠের লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে মা মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিহতের অপর ছেলে শাহ্ আলম বাদী হয়ে ধুনট থানায় আবু বক্করের নামে হত্যা মামলা দায়ের করেন।
১৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর