মোহাম্মদ সাকিব চৌধুরী,খানসামা (দিনাজপুর )প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ৩ নং আংগারপাড়া ইউনিয়নের ইছামতি শাহ্পাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র(এসইউপিকে) -প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের "শিশুবিবাহ বন্ধ "প্রকল্পের সহায়তায় গতকাল সোমবার সকাল ১১টায় এক অভিভাবক সভাঅনুষ্ঠিত হয়।
সভায় এসএমসি সদস্য রমেশ চন্দ্র সরকাররের সভাপতিত্বে শিক্ষার মানোন্নয়ন ও শিশু বিবাহ কমিয়ে আনতে বিশেষভাবে বক্তব্য রাখেন প্র:শি: ওবাইদুর রহমান,স:শি: জাকির হোসেন ও এসইউপিকে প্রতিনিধি প্রশান্ত রায়।আলোচকদের বক্তব্যে মেয়ে শিক্ষার গুরুত্ব,শিশুবিবাহের কুফল ও অভিভাবকদের করনীয় বিষয়সমূহ জোড়ালোভাবে আলোচিত হয়।মেয়েদের বোঝা মনে না করে শিক্ষা গ্রহনের সুযোগ ও অল্প বয়সে বিয়ে না দেয়ার আহ্বান রাখে শিক্ষার্থী লাইলী আক্তার।আলোচনা শেষে শিশুবিয়েন কুফল সম্পর্কিত 'কুসুমের আত্মকথা'নামক ভিডিও ডকুমেন্ট অভিভাবকদের সামনে দেখানো হয়।সবশেষে প্র:শি:এর নেতৃত্বে প্রায় দুইশত অভিভাবক মেয়েদের লেখাপড়া চালিয়ে যেতে ও শিশুবিয়ে না দিতে হাত উচিয়ে প্রতিঙ্গাবদ্ধ হন।
১৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস