মায়ের অনুরোধে ছেলের কারাদন্ড
বগুড়া: ধুনট উপজেলায় ইমতিয়াজ আহম্মেদ সাকিল (১৯) নামে মাদকাসক্ত এক ছেলের মা জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে নেশায় আসক্ত হয়। মাদকদ্রব্য কেনার টাকার জন্য পরিবারের লোকজনকে নানাভাবে অত্যাচার করে। এছাড়া এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। অনেক চেষ্টা করেও তাকে বিপথ থেকে ফেরানো সম্ভব হয়নি।
ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পারিবারিক সিসিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ধুনট থানায় সোপর্দ করেন। সকাল ১১টার দিকে পুলিশের সঙ্গে ছেলেকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির হন। ছেলের শাস্তি চেয়ে বিচারককে অনুরোধ করেন।আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ দন্ডাদেশ দেন। ধুনট থানার এসআই রফিকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত ইমতিয়াজ আহম্মেদ সাকিলকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
৩০ অক্টোবের,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস