বগুড়া থেকে : বগুড়ার শিবগঞ্জের ময়দানহাটা ইউনিয়নের মখুরজান গ্রামে বৃহস্পতিবার সকালে পুকুরে পড়ে দুই মামাতো-ফুফাতো শিশু ভাইয়ের মৃত্যু হয়েছে। শিশুদের মৃত্যুতে শুধু তাদের পরিবারে নয়; পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ভাইয়ের প্রতি এ কেমন ভালোবাসা, ৫ বছরের ভাইকে বাঁচাতে চার বছরের শিশু পুকুরে ঝাঁপ দেয় । ভালোবাসার এমন ঘটনায় ছোট ভাইকে স্যালুট করার মত। মৃত শিশুরা হল-মখুরজান গ্রামের মাহের আলমের ছেলে সুভন (৫) ও একই এলাকার মইনুল হকের ছেলে নাহিদ (৪)। নাহিদ ফুফাতো ও সুভন মামাতো ভাই।
শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) জাহিদ হাসান জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিশু সুভন ও নাহিদ বাড়ির কাছে ফজলু নামে এক ব্যক্তির পুকুর পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সুভন পুকুরে পড়ে ডুবে যায়। আর্তনাদ শুনে ফুফাতো ভাই নাহিদ তাকে উদ্ধারে পুকুরে লাফ দেয়।
দূর থেকে নাহিদের দাদি কল্পনা খাতুন এ দৃশ্য দেখলেও তিনি আসার আগেই শিশুরা ডুবে মারা যায়। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। দুটি পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে। আগতরাও তাদের চোখের পানি ধরে রাখতে পারেননি।
এমটিনিউজ২৪/এম.জে