শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১০:০৪:১২

দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আটক যুবলীগ নেতা

দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আটক যুবলীগ নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন ইউনিয়ন যুবলীগের এক নেতা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় গয়নাকুড়ি এলাকায় পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

আটক মো. তালেব মেম্বার খরনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গয়নাকুড়ি এলাকায় পুলিশের একটি মোটরসাইকেলে মহড়া চলছিল। এসময় সেখানে থানা পুলিশের একটি দল উপস্থিত হলে তালেব মেম্বার দ্রুত গতিতে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করে আটক করে।

আরও জানা গেছে, গত ২৫ আগস্টও একই এলাকা থেকে তালেব মেম্বারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেয়ে এলাকায় অবস্থান করছিলেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‎আটককৃত যুবলীগ নেতার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। তবে, ঠিক কী কারণে তালেব মেম্বারকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে