রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০৪:৪৪:১৬

ধরা খেল আনসারুল্লাহ বাংলা টিমের দুই কমান্ডার

ধরা খেল আনসারুল্লাহ বাংলা টিমের দুই কমান্ডার

ঢাকা : ধরা খেল নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের বগুড়া জেলা কমান্ডার মেহেদী হাসান জিহাদ (২২) ও সহকারী কমান্ডার মুবাশ্বির তানজিল (২০)। গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৭৩২টি জিহাদি বই ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার সকালে শহরের মধ্যপালশায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেল ৩টায় জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের নেতৃত্বে সকালে শহরের মধ্যপালশায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের জেলা কমান্ডার আব্দুল মজিদ ওরফে শাহিনুরের ছেলে মেহেদী হাসান জিহাদকে (২২) গ্রেফতার করা হয়। পরে জিহাদের দেয়া তথ্য মতে কাহালু উপজেলার দেওগ্রামে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের জেলা সহকারী কমান্ডার একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে মুবাশ্বির তানজিলকে (২০) গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আটককৃতদের কাছ থেকে ৭৩২টি জিহাদি বই ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে