ইঁদুর মারতে গিয়ে সেই ফাঁদে জীবন গেল খামার মালিকের
বগুড়া : ইঁদুর মারতে গিয়ে ইঁদুর মারার সেই ফাঁদে জীবন গেল খামার মালিকের। ঘটনাটি ঘটেছে বগুড়ার নন্দীগ্রামে নিজের মুরগির খামারে। ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন তিনি।
সেই ফাঁদে জড়িয়ে ইব্রাহিম (২৮) নামে এক খামার মালিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বুড়ইলের দেওলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার দেওলিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে ইব্রাহিমের মুরগির খামার রয়েছে। খামারে ইঁদুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় তিনি গর্তে বৈদ্যুতিক লাইন দিয়ে রাখেন।
মঙ্গলবার সকালে ইব্রাহিম খামারে এসে সুইচ বন্ধ না করেই গর্তে হাত দিলে বিদ্যুৎপৃস্ট হয়ে মারা যান।
নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ওই উপজেলায় মুরগির খামারে শেয়াল তাড়ানোর বিদ্যুতের ফাঁদে আটকে দুই শিশু মারা যায়।
১৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�