ইউপি নির্বাচনে পিতার প্রতিদ্বন্দ্বী পুত্র
বগুড়া: মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৭বছর ও বিগত নির্বাচনের ১২বছর পর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য গত ১৫ নভেম্বর তফসীল ঘোষনা করে নির্বাচন কমিশন। এরপর থেকে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে পরিচিতি পর্ব ও কুশল বিনিময় শুরু করেছেন।
তবে আসন্ন এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মজার ব্যাপার হলো পিতার প্রতিদ্বন্দ্বী হয়ে ভোট যুদ্ধে নেমেছেন স্বতন্ত্র চেয়ারম্যান ভানুদাস মোহন্ত ও তাঁর পুত্র তরুন মোহন্ত । বাপ বেটা এক সঙ্গে ভোট যুদ্ধে নামায় নির্বাচনটিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
এ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোজাফ্ফর হোসেন ঠান্ডা ও একই ইউনিয়ন পরিষদের প্রয়াত জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ছোট ভাই আলহাজ্ব মেহেরুল ইসলাম গণসংযোগ, কুশল বিনিময় ও ভোটারদের সাথে পরিচিতি হওয়ার ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় জানান, গত ১৫ নভেম্বর তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষনা করা হয়েছে। তফসীল মোতাবেক মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৩নভেম্বর, বাছাইয়ের তারিখ ২৫ নভেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ২ডিসেম্বর ও ২১ডিসেম্বর সোমবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তিনি জানান, এ ইউনিয়ন পরিষদের মোট ভোটার ৯হাজার ৭’শ ৩২জন। এর মধ্যে পু রুষ ভোটার ৪হাজার ৮’শ ২৮জন ও মহিলা ভোটার ৪হাজার ৯’শ ৪জন। তিনি আরও জানান, এ নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে মোট ৩০টি পোলিং বুথে ২১ডিসেম্বর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
২৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ
�