বগুড়ায় মসজিদে গুলি, মুয়াজ্জিন নিহত
বগুড়া : বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের শিয়া সম্প্রদায়ের এক মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালিয়েছে অস্ত্রধারীরা।
গুলিতে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৭৫) ঘটনাস্থলেই মারা যান। তার মাথায় গুলি লাগে। একই ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গছে, মসজিদটির নাম মসজিদ-ই-আল মোস্তফা। এটি শিয়া সম্প্রদায়ের মসজিদ বলে স্থানীয়রা জানিয়েছেন।
মসজিদের প্রত্যক্ষদর্শী তৌফিক হোসেন গণমাধ্যমকে জানান, মসজিদটির চারপাশে প্রাচীর থাকায় প্রাচীর টপকে চার অস্ত্রধারী মসজিদে গুলি চালায়। এসময় মাগরিবের নামাজ চলছিল। এসময় মসজিদে ১৫ জনের মতো মুসল্লি নামাজ আদায় করছিলেন।
বৃহস্পতিবার সাড়ে ৫টার দিকে মাগরিবের নামাজের সময় এ ঘটনা ঘটে।
বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
২৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�