মহাস্থান প্রেসক্লাব থেকে দুই সাংবাদিক বহিষ্কার
এস.আই সাকিল, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান প্রেসক্লাবের জরুরী সভায় ক্লাবের নির্বাহী সদস্য শহিদুল ইসলাম আকাশ ও সহযোগী সদস্য এটি বাবুকে অত্র ক্লাবের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।
বুধবার সন্ধ্যায় মহাস্থান প্রেসক্লাবের জরুরী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা যে, গত ২৪ নভেম্বর বগুড়া সদর উপজেলা চত্বরে অন্যায়ভাবে ক্লাবের অন্য সদস্য সাফায়াত জামাল সজলকে আকাশ (উত্তরের খবর) ও এটি বাবু (আলো প্রতিদিন) মারপিট করে লাঞ্চিত করায় তাদের দুজনকে মহাস্থান প্রেসক্লাবের সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহাস্থান প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, সহ-সভাপতি শমশের নুর খোকন, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর রহিম সাজু, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিটু, দপ্তর সম্পাদক আব্দুল বারী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাকিউল ইসলাম সাকিল, প্রচার সম্পাদক আ: হান্নান টগর, ধর্মীয় সম্পাদক ফজলুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সানাউল হক সানা, নির্বাহী সদস্য আ: বাছেত, এস.আই সুমন, আবু সাঈদ, সাফায়াত জামাল সজল প্রমুখ। জরুরী সভায় আরো সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, মহাস্থান প্রেসক্লাবের শৃংখলা বিরোধী বা অনৈতিক কাজে কেউ জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে তাৎক্ষনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/প্রতিনিধি/এইচএস/কেএস
�