‘যেখানে সবাই সিজদায় গেলেই গুলি করা হয়’
বগুড়া : নিহত মোয়াজ্জেমের চাচা উকিল মিয়া সাংবাদিকদের জানান, যখন সবাই মাগরিবের নামাজ পড়া অবস্থায় সেজদায় ছিল, তখনই হঠাৎ গুলি হয়। কিছু বুঝে উঠার আগেই তিনজন যুবক এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, হামলাকারী ২০-২২ বছর বয়সী ওই যুবকদের মাথায় টুপি এবং পরনে পায়জামা-পাঞ্জাবী ছিল।এ সময় প্রায় ৩০ জন মুসল্লি নামাজ আদায় করছিলেন।
বৃহস্পতিবার বগুড়ায় শিয়া মসজিদে মুসল্লিদের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।এতে মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন।গুলিবিদ্ধ হয়েছেন ৩ মুসল্লি। মাগরিবের নামাজ পড়ার সময় এ হামলা চালানো হয়। বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
হামলায় নিহত মুয়াজ্জিনের নাম মোয়াজ্জেম হোসেন (৬০)। আহতরা হলেন শাহিনুর রহমান (৩৫), তাহের মিস্ত্রি (৫০) ও আফতাব হোসেন (৪০)।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদটি ঘিরে রেখেছে।জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে।
২৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ