সেই মসজিদে এখন আযান দেয় নতুন মুয়াজ্জিন
বগুড়া : সন্ত্রাসী হামলায় রক্তাক্ত বগুড়ার শিবগঞ্জের চককানু গ্রামের শিয়া মসজিদ। সেই মসজিদে এখন আযান দেন নতুন মুয়াজ্জিন মো. উকিল মিয়া। আগের মুয়াজ্জিনকে গুলি করে হত্যার পর নতুন মুয়াজ্জিন হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়েছে।
পানি দিয়ে ধুয়ে মুছে মসজিদ পরিষ্কার করা হয়েছে মসজিদ। আজ জোহর থেকে মসজিদে নামাজ আদায় আবার শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা।
এতে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন নিহত হন। আহত হন আরো কয়েকজন। ওই ঘটনার পর থেকে আতঙ্কে আছেন গ্রামের সাধারণ মানুষ। তাদের জীবন যাপনেও ওই ঘটনার প্রভাব পড়েছে। পাহারা দিচ্ছে পুলিশ।
২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�