সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৮:৫৯

'যারা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে তারা ইসলামের শত্রু'

'যারা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে তারা ইসলামের শত্রু'

এস.আই সাকিল, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: যারা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে তারা ইসলামের শত্রু, তাদেরকে প্রতিহত করা সকলের দায়িত্ব এদেরকে আটক করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। এজন্য দল মত নির্বিশেষে সকলকে সর্বদাই সজাগ থাকতে হবে। সোমবার বিকালে বগুড়ার শিবগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মহাস্থান ঈদগাহ মাঠে আয়োজিত আইনশৃংখলা রক্ষা এবং মাজর মসজিদ যে কোন ধরনের অপতৎপরতা রোধে রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুর সভাপতিত্বে ও সাংবাদিক ওবায়দুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম আহসান হাবীব। তিনি বলেন, মহাস্থান মাজার এলাকায় সন্দেহভাজন কাউকে দেখা গেলে তাকে এলাকার আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত পুলিশের হাতে সোপর্দ করতে হবে। রবিবার থেকে মহাস্থান মাজার এলাকায় পোশাকধারী আটজন পুলিশ এবং সাদা পোশাকধারী পুলিশকে আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাস্থান মাজার মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমান, শিবগঞ্জ থানার অফিসার এস আই জাহিদুল ইসলাম জাহিদ, রায়নগর ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, আছালতজ্জামান, মাষ্টার নূর আলম, সমাজ সেবক আলহাজ্ব আজমল হোসেন, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, সহ-সভাপতি শমশের নুর খোকন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাজু, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিটু, সাংবাদিক আব্দুল বাছেত, এস.আই সুমন, সাকিউল ইসলাম সাকিল, আব্দুল বারী, আমিনুর রহমান, সমাজ সেবক সাখাওয়াত হোসেন বারিদার, আলহাজ্ব আব্দুল জলিল, ফুল মিয়া, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে