সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:২৮:৪৬

বগুড়ার মহাস্থানগড় মাজারের টাকা গুনতে সময় লাগবে দুইদিন!

বগুড়ার মহাস্থানগড় মাজারের টাকা গুনতে সময় লাগবে দুইদিন!

বগুড়া প্রতিনিধি : বগুড়ার মহাস্থানগড়ে হযরত শাহ্‌ সুলতান মাহমুদ বলখী (রহ.) মাজারের সিন্দুকগুলো (দান বাক্স) রবিবার খোলা হয়েছে।

মাজার কমিটির কর্মকর্তারা জানান, সকাল থেকে দান হিসাবে পাওয়া অর্থ গুনতে শুরু করেছে ১৪জন স্কুল শিক্ষার্থী। অর্থের পরিমাণ বিপুল হওয়ায় তা গুনতে দুই দিন লেগে যাবে।

গণনা তদারকিতে নিয়োজিত বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন জানান, ১৯৮৭ সাল থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে মাজার কমিটি পরিচালিত হচ্ছে। পদাধিকার বলে জেলা প্রশাসক এই কমিটির সভাপতি।

কথিত আছে শাহ্‌ সুলতান মাহমুদ বলখী মধ্য এশিয়ার বল্লখ রাজ্যের সম্রাট ছিলেন। ইসলাম ধর্ম প্রচারের জন্য তিনি রাজত্ব ছেড়ে প্রায় ৭০০ বছর আগে পুণ্ড্রবর্ধনের রাজধানী পুণ্ড্রনগর তথা আজকের বগুড়ার মহাস্থানে আসেন। মহাস্থানগড়ে পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। ধর্ম প্রচার নিয়েই পুণ্ড্রবর্ধনের তৎকালীন রাজা পরশুরামের সঙ্গে তার যুদ্ধ হয়। ১৩৪৩ সালে তিনি পরশুরামকে পরাজিত করেন। পরে শাহ সুলতান মাহমুদ বলখী মৃত্যুবরণ করলে তার মাজার নির্মিত হয়। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার সেই মাজারে ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। তার কবর জিয়ারত করলে পুণ্য হবে মনে করে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য মানুষ সেখানে যান। তারা মাজারের চারদিকে রাখা সিন্দুকগুলোতে অর্থও দান করেন।

মাজার কমিটির প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমান জানান, মাজার কমিটির গঠনতন্ত্র অনুযায়ী তিন মাস পর পর জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাজারের সিন্দুকগুলো খোলা এবং টাকা-পয়সা গণনা করা হয়। বিপুল পরিমাণ টাকার মধ্য থেকে বিভিন্ন নোট বাছাইয়ের কাজে স্কুলের শিক্ষার্থীদের সহযোগিতা নেওয়া হয়। এজন্য তাদের প্রতিদিন ২৫০ টাকা করে সম্মানী দেওয়া হয়। এছাড়া নোটগুলো গণনা করে বাণ্ডিল তৈরির জন্য স্থানীয় রূপালী ব্যাংকের কর্মচারীদের সহায়তা নেওয়া হয়। তাদের দৈনিক ৫০০ টাকা সম্মানী দেওয়া হয়।

তিনি জানান, মাজারের টাকা গুণতে কমপক্ষে দুই দিন লাগে। সর্বশেষ ২০১৮ সালের ১৮ ও ১৯ সেপ্টেম্বর সিন্দুক খুলে মোট ৩৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে। তার হিসাব মতে, ২০১৮ সালের ১১ মে থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে ৮৭ লাখ ৫৫ হাজার ১০৩ টাকা পাওয়া গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে