শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১০:১৭:৪৯

বগুড়ায় প্রথমবারের মতো নারীরাও ঈদ জামাতে অংশগ্রহণ করবেন

বগুড়ায় প্রথমবারের মতো নারীরাও ঈদ জামাতে অংশগ্রহণ করবেন

এমটিনিউজ২৪ ডেস্ক : বগুড়ায় প্রথমবারের মতো নারীরাও ঈদ জামাতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও আয়োজক কমিটির সভাপতি হোসনা আফরোজা।

শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে এ কথা জানান তিনি।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় এবার মোট ১ হাজার ৮০৩ টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আর সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাত ও ঈদ উৎসবকে ঘিরে পুলিশের পক্ষ থেকেও নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 

ঈদগাহ মাঠ পরিদর্শনের সময় পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসুম আলী বেগ, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা প্রমুখ উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে