বগুড়া:বগুড়া শহরের হাকির মোড় এলাকার স্নিগ্ধা আবাসিক এলাকার দু’টি পৃথক বাড়িতে আগুন লেগে আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় হঠাৎ এই অগ্নিকাণ্ডে দু’টি বাড়ির সকল আসাবাবপত্র, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশীদ জানান, বগুড়া শহরের হাকির মোড় ঘোনপাড়ায় আগুন লাগার সংবাদে ঘটনাস্থলে ছুটে যায় কর্মকর্তারা। দ্রুত পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। সোহেল ও বাদশা নামের দুই ভাইয়ের বাড়িতে আগুন লেগে দু’টি টিনশেড বাড়ির সব কিছু পুড়ে যায়। কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে সে বিষয়ে বাড়ির গৃহকর্তারা বলতে পারবেন।