বগুড়া: বিএনপির বগুড়া জেলা কমিটির যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস ও প্রকাশনা সম্পাদক শাহ মেহেদী হাসান হিমুকে দলীয় পদসহ সদস্য পদ থেকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে নেতাকর্মীরা। এসময় তারা বিক্ষোভ প্রদর্শন করে সাবেক এমপি গোলাম মো: সিরাজকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোাষণা করেন।
নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে অপ্রীতিকর ঘটনা ঘটে।
এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদ থেকে পরিমল চন্দ্র দাস ও প্রকাশনা সম্পাদকের পদসহ সদস্য পদ থেকে মেহেদী হাসান হিমুকে অব্যাহতি দেয়া হয়েছে। দলের দফতর সম্পাদক রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানা গেছে। চিঠিতে দলের শৃংখলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করেছেন।