নিউজ ডেস্ক: খালেদা জিয়ার মনোনয়ন বৈধ না হলে বিএনপির প্রার্থী হবেন জিএম সিরাজ। সেভাবেই সিদ্ধান্ত দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন তারেক রহমান। তিনি এই ৫ জনকে মনোনয়নপত্র সংগ্রহ করার নির্দেশ দেন। যদিও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, এখনো দল থেকে সিদ্ধান্ত হয়নি।
এ প্রসঙ্গে বগুড়া জেলা বিএনপির আহবায়ক জিএম সিরাজ বৃহস্পতিবার ডয়চে ভেলেকে বলেন, দলের হাইকমান্ড আমাদের ৫ জনকে মনোনয়নপত্র সংগ্রহ করতে বলেছে, তাই আমরা করেছি। এখানে আমাদের মূল প্রার্থী খালেদা জিয়া। কোনো কারণে তার মনোনয়নপত্র বাতিল হলে আমি দলের প্রার্থী। এভাবে ৫ জনকে সিলেক্ট করা হয়েছে।
তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময়ও বগুড়া সদরে ভালো ভোট হয়েছে। এখানে তারা কেটে নেয়নি। কারণ এমন হতে পারে যে, তাদের প্রার্থী ছিলো না। এখনও এখানে ভালো ভোট হবে বলেই আমি বিশ্বাস করি। আর একটা আসন তো এমন কিছু না। আওয়ামী লীগ এখানে ছাড়ও দিতে পারে। আবার এখানে ইভিএমে ভোট হবে। ফলে ইভিএম জাস্টিফাইড করার সুযোগও বলতে পারেন। আওয়ামী লীগকে আমরা যতই নিন্দা করি, তাদের বিরোধিতা করি, কৌশলে তো তারাই এগিয়ে আছে, এটাতে তো কোনো সন্দেহ নেই। তাই আমার আশা এখানে ভোট সুষ্ঠুই হবে।
তিনি জানান, দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের পরেও এবার তাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে হাইকমান্ড বলতে পারবে, আমি দলের সিদ্ধান্ত অনুযায়ী চলছি।সূত্র: আমাদেরসময়.কম