বগুড়া : সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের বগুড়া শাখা থেকে ৩১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার টাকা আত্মসাতের ঘটনায় করা মামলায় বগুড়ার যুবলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সকালে আদালতের মাধ্যমে সাবেক যুবলীগ নেতা মাকছুদুল আলমকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে শহরের নামাজগড় এলাকার প্রত্যাশা হাউজিং থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাকছুদুল আলম বগুড়ার মেসার্স মাসফা এন্টারপ্রাইজের মালিক। তিনি সোস্যাল ইসলামী ব্যাংকের প্রায় ৬ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
গ্রেফতার মাকছুদুল আলম বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলমের ভাই। বগুড়া যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাগর কুমার রায় বলেন, মাকছুদুল আলম বর্তমান কমিটির আগের কমিটির সদস্য ছিলেন।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, অর্থ আত্মসাৎ মামলার আসামি মেসার্স মাসফা এন্টারপ্রাইজের মাকছুদুল আলমকে শহরের নামাজগড়ের বাসা থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
১৬ এপ্রিল একই মামলায় বগুড়ার শুকরা এন্টারপ্রাইজের মালিক আবদুল মান্নান আদালতে আত্মসমর্পণ করতে গেলে জেলহাজতে পাঠান আদালত। মান্না বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও বগুড়া পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। পরে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।