বগুড়া : বগুড়া শহরের সাত মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে। রবিবার বিকেলে অ্যাডওয়ার্ড পার্কে উডবার্ন পাবলিক লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত যমুনা টেলিভিশনের একজন সাংবাদিকও হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানান। তারা জানান, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তবে অনুষ্ঠানে নুরুল হক নুর আসবেন এমন তথ্য না থাকায় পুলিশ প্রথমে ওই অনুষ্ঠানে বাধা দেয়। এ সময় নুর কেন তাদের বাধা দেওয়া হচ্ছে তার কারণ জানতে চান। এ সময় এ ঘটনার কিছু সময় পরই তার ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান হামলার অভিযোগ করে আরো জানান, হামলাকারীরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। হামলায় নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরো কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে বগুড়ায় ইফতার অনুষ্ঠানের অয়োজন করা হয়। নুরুল হক নুর সেই ইফতার অনুষ্ঠানে অংশ নিতে যান।