আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘিতে কালী মণ্ডপে হামলা চালিয়ে মূর্তি ভাঙচুরের রেশ কাটতে না কাটতেই একদিনের ব্যবধানে আবারো একই ইউনিয়নের আড়াইল গ্রামের সন্ন্যাসতলীর সন্ন্যাস মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পর পর দুটি মূর্তি ভাঙার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আদমদীঘির আড়াইল গ্রাম সংলগ্ন মাঠের মধ্যে সন্ন্যাসতলী নামক স্থানে একটি বটগাছের নিচে দীর্ঘদিন ধরে সন্ন্যাস মূর্তি রেখে সনাতন ধর্মের লোকজন পূজা করে আসছিলেন। সোমবার সকালে ওই স্থানে গিয়ে গ্রামবাসী দেখেন কে বা কারা মূর্তিটির একটি হাত ও পা ভেঙে ফেলেছে। ঘটনাটি আদমদীঘি থানা পুলিশকে জানালে পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে।
ওই গ্রামের অভিলাশ কুমার বর্মন জানান, রবিবার গভীর রাতে সবার অলক্ষে মূর্তিটি ভাঙা হয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন তদন্ত চলছে। মূর্তি ভাঙচুরের সাথে যারা জড়িত থাকুক না কেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।