বগুড়া থেকে : বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে জয় পেয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ।
বেসরকারি ফলাফলে তিনি ভোট পেয়েছেন ৮৯ হাজার ৭৪২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী টি জামান নিকেতা পেয়েছেন ৩২ হাজার ২৯৭টি। জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৭ হাজার ২৭১টি।
সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল প্রদান করা হয়। ইভিএম হওয়ার কারণে দ্রুত ফলাফল পাওয়া যায় বগুড়ায়।
বেসরকারি ফলাফলে অন্যান্য প্রার্থীরা ভোট পেয়েছেন বাংলাদেশ কংগ্রেসের জেলা আহ্বায়ক ডক্টর মনসুর রহমান ডাব ৪৫৬, বাংলাদেশ মুসলিম লীগের মুফতি মাওলানা রফিকুল ইসলাম হারিকেন ৫৫৪, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু ট্রাক ৬৩০ এবং মালয়েশিয়া প্রবাসী মিনহাজ মন্ডল আপেল মার্কা নিয়ে পেয়েছেন ২ হাজার ৯২০টি। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএমে ১৪১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।