নিউজ ডেস্ক : বগুড়ার কাহালুতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জনতার হাতে কলেজ ছাত্রী ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাহালু উপজেলার দুবলাগাড়ী এলাকায় একটি আধাপাকা সড়কে নির্জন স্থানে অনৈতিক কর্মকাণ্ডে সন্দেহে একাদশ শ্রেণীর এক ছাত্রী ও উপজেলার মুরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী (৪০)কে মোটর সাইকেলসহ আটক করে স্থানীয় জনসাধারণ।
পরে কাহালু থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ রাতেই তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ইতোপূর্বেও উক্ত প্রধান শিক্ষক আব্দুল বারীর বিরুদ্ধে মুরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে বিদ্যালয়ে তাকে আটক করেন এলাকাবাসী।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশনায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামীম ইকবাল উক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে মর্মে শিক্ষককে নিজ জিম্মায় নিয়ে যান।