বগুড়া: বগুড়ায় রাজনৈতিক মামলায় জামিন পাওয়া অসুস্থ শফিকুল ইসলাম (৩৫) নামের চিকিৎসাধীন রোগী হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে আত্মহ'ত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে বগুড়ার ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) মেডিকেল কলেজ হাসপাতালের ভবন থেকে তিনি লা'ফিয়ে পড়েন।
নিহত শফিকুল ইসলাম সোনাতলা উপজেলার উত্তর আটকড়িয়া গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার দুপুরের পর তিনি জামিনে মুক্তি পান। তবে অসুস্থ থাকায় বাড়িতে না গিয়ে তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে শফিকুল ইসলাম টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১১তলায় মেডিসিন বিভাগে ভর্তি হন। তিনি মেডিসিন বিভাগের ১ নম্বর ইউনিটের ১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, ভর্তির সময় তিনি জ্বর এবং প্রস্রাবের ইনফেকশনজনিত সমস্যায় ভুগছিলেন। ভর্তির পর থেকেই তার আচরণ ছিল অস্বাভাবিক। তার মধ্যে অস্থিরতা কাজ করছিল।
নিহত শফিকুলের স্ত্রী লতা বেগম বলেন, ‘বুধবার সকাল থেকে তার কাছে বারবার ফোন আসছিল। ফোন পেয়ে শফিকুল বেড থেকে উঠে বারবার ব্যালকনিতে যাচ্ছিলেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার পর তিনি ব্যালকনির পাশে সিঁড়ির ফাঁকা স্থান দিয়ে নিচে লাফিয়ে পড়েন।’
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, ‘নিচে পড়ে মাথা থেঁ'তলে যাওয়ায় ঘটনাস্থলেই তিনি মা'রা যান। পুলিশ ম'রদেহ উদ্ধার করেছে।’