বগুড়া থেকে : বগুড়ার সারিয়াকান্দিতে কয়েক দিনের পরিচয় সূত্রে প্রেমের সম্পর্কে গড়ে ধ'র্ষিত হল নবম শ্রেণির এক স্কুলছাত্রী। ধ'র্ষণের ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে প্রেমিক শামীম হোসেনকে (২৫) অভিযুক্ত করে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছে।
বগুড়ার সারিয়াকান্দি থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত কুমার ঘোষ জানান, গত ১১ আগস্ট ওই ছাত্রী ফ্যান কিনতে মায়ের সঙ্গে উপজেলার নারচী থেকে ভ্যানে চরে সারিয়াকান্দি মার্কেটে যায়। ফ্যান কিনে একই ভ্যানে বাড়ি ফেরার সময় গল্পের মাধ্যমে ভ্যান চালক এইক এলাকার নারচী ইউনিয়নের গনকপাড়ার সুরুত জামানের ছেলে শামীমের সাথে পরিচয় এবং পরে প্রেমের সর্ম্পক গড়ে উঠে।
তিনি জানান, ১৬ আগস্ট দুপুরে ওই ছাত্রীকে বেড়ানোর কথা বলে সারিয়াকান্দির কালিতলা যমুনা নদী ঘাট থেকে নৌকায় করে অপর পাড়ের একটি কাশবনে নিয়ে গিয়ে ধ'র্ষণ করে। ধ'র্ষণের বিষয়টি টের পেয়ে স্থানীয় কতিপয় বখাটে যুবক ওই মেয়েটিকে ধ'র্ষণের চেষ্টা করলে সে চিৎকার শুরু করে।
তার চিৎকারে শুনে যমুনা নদীতে তলিয়ে যাওয়া যুবকের অনুসন্ধানরত ফায়ার সার্ভিসের কর্মীরা এগিয়ে গিযে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেয়। থানা পুলিশ ওই ছাত্রীকে অ'জ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করায়। এঘটনায় রাতে ছাত্রীর মা বাদী হয়ে ভ্যানচালক শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করে। শনিবার ডাক্তারী পরীক্ষার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।