বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় মা'দকদ্রব্য কেনার টাকা চেয়ে না পাওয়ায় মায়ের শরীরে আগুন দিয়েছে ছেলে সোহানুর রহমান খোকন (২৯)। মায়ের হাত-পা বেধে শরীরে পেট্রোল ঢেলে অ'গ্নিসংযোগ করে সে।
আজ রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন মা'দকাসক্ত খোকনকে গ'ণধো'লাই দিয়ে থানায় সোপর্দ করেছেন। মা খুকি বেগমকে (৬৫) উ'দ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া গ্রামের আব্দুস ছামাদ মণ্ডলের ছেলে সোহানুর রহমান খোকন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মা'দকদ্রব্য সে'বন করে আসছে। সে নানা ভ'য়ভী'তি দেখিয়ে মা-বাবার কাছ থেকে প্রতিদিন টাকা নেয়। তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে মা-বাবার কাছে মা'দক কেনার টাকা দাবি করে খোকন। কিন্ত মা-বাবা টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষু'ব্ধ হয়ে খোকন এক পর্যায়ে মা-বাবার উপর হা'মলা চালায়। ছেলের ভয়ে বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
বৃদ্ধা মা খুকি বেগমকে একা পেয়ে খোকন ধরে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর খাটের সাথে হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন লা'গিয়ে দেয়। তী'ব্র আগুনে খুকি বেগমের শরীরের প্রায় ৭০ শতাংশ ঝলসে গেছে। আক্রা'ন্ত খুকি বেগমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা সোহানুর রহমান খোকনকে আ'টক করে। তার মা খুকি বেগমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, মা'দক কেনার টাকা না পেয়ে নিজের ছেলে খুকি বেগমের শরীরে পেট্রোল ঢেলে দিয়েছে। বৃদ্ধাকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মা'রপি'টে আহ'ত সোহানুর রহমান খোকনকে চিকিৎসার পর থানা হেফাজতে নেওয়া হয়েছে।