নিউজ ডেস্ক : বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে পড়ে থাকা কয়েকটি বস্তা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। তবে টাকার নোটগুলো সবই কেটে ফেলা হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার জালশুকা গ্রামের রাস্তার পাশে সোমবার রাত ৮টার দিকে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকটি বস্তা ফেলে যাওয়া হয়। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা বস্তা খুলে বিপুল পরিমাণ ছেঁড়া টাকার নোট দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
শাহজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন বলেন, এগুলো কোনো ব্যক্তির ফেলে যাওয়া টাকা নয়। ছেঁড়া টাকাগুলো ব্যাংকের পরিত্যক্ত।