নিউজ ডেস্ক : দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মন্তব্য করে বলেছেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতির মাঠের পাকা খেলোয়াড়।’ তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে বগুড়ার সাতটি আসনেই আওয়ামী লীগ গোল দেবে।’ আজ ৭ ডিসেম্বর শনিবার বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নাসিম।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায় নির্বাচনে বরাবরই ভালো করে বিএনপি। তবে গত এক যুগ ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সেখানে ভাগ বসাচ্ছে ধীরে ধীরে।
এ সময় বগুড়ায় দলের শক্ত অবস্থান তৈরির কথা বলে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতির পাকা খেলোয়াড়। তিনি মেসির মতো গোল দেন।’ তিনি বলেন, ‘খেলা হবে ২০২৩ সালে। আপনারা জার্সি পরে মাঠে নামুন। বগুড়াতেই খেলা হবে। শুধু দুইটা নয়, এবার বগুড়ায় সাতটা গোল দিতে চাই। বগুড়ার জনগণের মন জয় করেই গোল দেব ইনশাআল্লাহ।’