বগুড়া থেকে : বগুড়ার গাবতলীতে আবদুল লতিফ সরদার (৩৫) নামে এক রাজমিস্ত্রির বি'রু'দ্ধে মা'রপিট ও ঘাড় ভে'ঙ্গে স্ত্রী পারভিন আকতারকে (৩০) হ'ত্যার অ'ভিযো'গ উঠেছে।
মঙ্গলবার রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে বিনা চিকিৎসায় পারভিন আকতার মা'রা গেছেন।
পুলিশ লা'শ উ'দ্ধা'র করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সন্ধ্যায় নি'হ'তের মা রহিমা বেওয়া গাবতলী থানায় জামাইয়ের বি'রু'দ্ধে হ'ত্যা মামলা করেছেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্বজনরা জানান, আকন্দপাড়ার রাজমিস্ত্রি আবদুল লতিফ সরদার প্রায় ৯ মাস আগে দুর্গাহাটা ইউনিয়নের ভুলিগাড়ী গ্রামের মৃ'ত ওয়াহেদ আলী পাইকারের মেয়ে পারভিন আকতারকে বিয়ে করেন।
এটি পারভিনের দ্বিতীয় ও লতিফের চতুর্থ বিয়ে। বিয়ের পর থেকে নানা কারণে তাদের মধ্যে দাম্পত্য ক'ল'হ চলে আসছিল। মঙ্গলবার রাতে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়।
এতে লতিফ ক্ষি'প্ত হয়ে পারভিনকে মা'রপি'ট করেন। বুধবার সকালে তিনি বেশি অ'সুস্থ হয়ে ছ'টফ'ট করলেও তাকে হাসপাতালে নেয়া হয়নি। একপর্যায়ে ব'মি করার পর তিনি মা'রা যান। এরপর লতিফ বাড়ি থেকে পালিয়ে যান।
গাবতলী থানার ওসি সাবের রেজা আহম্মেদ জানান, দাম্পত্য কলহে এ হ'ত্যাকা'ণ্ড সংঘটিত হয়েছে। সন্ধ্যায় নি'হ'তের মা রহিমা বেওয়া জামাই লতিফের বি'রু'দ্ধে হ'ত্যা মামলা করেন। পরে জামাইকে গ্রেফতার করা হয়েছে।