বগুড়া -১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান আজ শনিবার সকাল ৮:১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যা'গ করেছেন। মৃ'ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
আব্দুল মান্নানের মৃ'ত্যুর ঘটনা নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী মতিউর রহমান মতি। তিনি জানান সকাল ৮:১৫ মিনিটে তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে হৃদরোগে আ'ক্রা'ন্ত হলে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আব্দুল মান্নানের পৈতৃক বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায়। তিনি ওই এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সংসদের এই মেয়াদেও তিনি সংসদ সদস্য হন।