নিউজ ডেস্ক : আজ দুপুরে ট্রেনে কা'টা পড়ে মা ও ছেলে নিহ'ত হয়েছেন। আজ ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বগুড়ার কাহালু রেল স্টেশনের অদূরে বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এদিকে নিহ'তরা হলেন- কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী ফেলানী বেগম ও তার ছেলে রাজ বাবু।
জানা যায়, ফেলানী বেগম ওই রেলওয়ে স্টেশনের অদূরে বটতলায় রেল লাইন সংলগ্ন ফুটপাতে খাবার বিক্রি করেন। দুপুর পৌনে দুইটার দিকে ঢাকাগামী লালমনী এক্সপ্রেস ট্রেন কাহালু স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে রাজ বাবু আত্মহ’ত্যা করতে ট্রেনের নিচে ঝাঁপ দিতে যান।
এ সময় তার মা বিষয়টি জেনে ছেলেকে বাঁচাতে গেলে দু’জনই ট্রেনে কাটা পড়ে খ'ণ্ড বিখ'ণ্ড হয়ে মা'রা যান। পরে কাহালু থানা-পুলিশ নিহ'ত মা-ছেলের ম'রদে'হ উদ্ধার করেন।
এ ব্যাপারে কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, সাগাটিয়া গ্রামের লোকজন পুলিশকে জানিয়েছে রাজ বাবু মানসিক ভারসাম্যহীন ছিলেন। হঠাৎ করেই তিনি সোমবার দুপুরে আত্মহ’ত্যা করতে ট্রেনের নিচে ঝাঁপ দিতে যান।
এ সময় মা ছেলেকে বাঁচাতে গিয়ে দু’জনই নিহ'ত হয়েছেন। তাদের ম'রদে'হ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তারা পরিবারের কাছে ম'রদে'হ হস্তান্তর করবে।