বগুড়ায় শীতবস্ত্র ও ফলজবৃক্ষ বিতরণ
এস.আই সাকিল, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সদরের উত্তর বাঘোপাড়া বন্ধন সমিতির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পুন্ড্র ইউনিভার্সিটি মাঠে মহান বিজয় দিবস উদ্যাপন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগতা শীতবস্ত্র ও ফলজবৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোকুল ইউপি সদস্য তোফাজ্জল হোসেন লেদুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হাই চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ট্রেজারার প্রফেসর একেএম সালামত উল্লাহ, রেজিষ্ট্রার মোসলেম উদ্দিন, গোকুল ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন, সাবেক ইউপি সদস্য মোফাজ্জল হোসেন জাদু, সমাজ সেবক রফিকুল ইসলাম, সাংবাদিক ও মধু হাউস ক্রিয়েটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদুল ইসলাম স্বপন, আফরিনা খানম দুনিয়া, সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানীর ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান দুলু, ব্যবসায়ী জাকারিয়া হোসেন জুয়েল, নাসির হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র সমিতির সভাপতি আলী আসলাম, সাধারণ সম্পাদক মিনাজুল ইসলাম শামীম প্রমুখ। অনুষ্ঠানটি টিএমএসএস নার্সারী ও সৌখিন নার্সারীর সৌজন্যে অনুষ্ঠিত হয়। প্রচারে সহযোগীতা করেন মেসার্স নিজাম গিফ্ট সেন্টার ও মিনহাজ হোন্ডা রিপিয়ারিং হাউস, বাঘোপাড়া, বগুড়া।
২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�