বগুড়া: হিন্দু হয়েও মুসলিম রোজাদার দিনমজুর ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
শুক্রবার সন্ধ্যা ৬টায় ধুনট বাজারের জিরোপয়েন্ট ও বাসস্ট্যান্ড এলাকার ভাসমান দিনমজুর ও দরিদ্র ১০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
তবে শুধু ইফতার সামগ্রী বিতরণই নয়, রীতিমত নিজের ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বেদে সম্প্রদায়সহ মুসলিম দরিদ্র কর্মহীন প্রায় ২০০ পরিবারের ঘরে ঘরে চাল, ডাল, তেল, আলু, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা।
ইফতার সামগ্রী বিতরণকালে ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন, এসআই ডালিম হোসেন, এএসআই আতিকুর রহমান ও কনস্টেবল হারুন উপস্থিত ছিলেন।