হাত-পা ছাড়াই পরীক্ষা দিয়ে জিপিএ-৫!
বগুড়া : অদম্য আলিফ, হাত-পা নেই তার। কিন্তু দমে যায়নি সে। কুনুই দিয়ে জেএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে সে। নিজের শরীরের অপূর্ণতা ভরিয়ে দিতে চায় ইচ্ছে শক্তি দিয়ে।
তার পুরো নাম আসিফ করিম আলিফ। জন্ম থেকে প্রতিবন্ধী সে। তার দুই হাতের কব্জি ও দুই পায়ের হাঁটুর নিচের অংশ নেই। হাত-পা নেই। কিন্তু দমে যায়নি আলিফের পথ চলা। জেএসসি পরীক্ষায় অন্যদের মতই পরীক্ষা দিয়েছে সে। নিজের ইচ্ছাশক্তি ও স্বপ্নকে জয় করতে চায় সে।
বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে সে। বাবা মারা গেছেন তার ৩ বছর বয়সেই। একমাত্র সন্তানকে রেখে মা শাহনাজ আক্তার চাকরি করছেন ঢাকা সিটি কর্পোরেশনে।
ছোট থেকেই নানাবাড়ি বগুড়া শহরের মালতিনগরে থাকে আলিফ। নিজেকে প্রতিবন্ধী ভেবে ঘরে বসে রাখার পাত্র নয় আলিফ। ভবিষ্যতে আলিফের আর্কিটেক্ট হওয়ার মনোবাসনা রয়েছে। সে গন্তব্যে পৌঁছাতে হবে যে কোনোভাবেই।
বগুড়া স্টাফ কোয়ার্টার প্রাথমিক স্কুল থেকে বৃত্তি পেয়েছিল আলিফ। এরপর পুলিশ লাইন স্কুলে ভর্তি হয় আলিফ। স্কুলের শিক্ষক, ছাত্র সবাই আলিফের বন্ধু। হাত-পা ছাড়া এই যোদ্ধাকে নিজের মতো করে নিয়েছে সবাই।
আলিফ ফেসবুক ব্যবহার করে। তার আইডির নাম আসিফ করিম আলিফ। সেখানে তার বন্ধুর সংখ্যা ১৫শ'। ক্লাসে অন্য স্বাভাবিক ছাত্রদের মত কম্পিউটার চালাতে ও লিখতে পারে সে।
২ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�