মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৫:০৬

নৌকার মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

নৌকার মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

বগুড়া থেকে : আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে বগুড়ার সারিয়াকান্দি, শেরপুর ও সান্তাহার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) প্রার্থিতা যাচাই-বাছাইয়ে সারিয়াকান্দি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মতিউর রহমান মতির মনোনয়ন বাতিল হয়েছে। 

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ জানিয়েছেন, পৌরসভার টিকাদানকারী পদ থেকে পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় তার মনোনয়ন বাতিল হয়। অন্য দুটি পৌরসভায় মেয়র পদে সাতজনের প্রার্থিতা বৈধ হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন জানান, মেয়র পদে আওয়ামী লীগ থেকে মতিউর রহমান, বিএনপি থেকে সাবিনা ইয়াসমিন, স্বতন্ত্র থেকে বর্তমান মেয়র আলমগীর শাহী সুমন (আওয়ামী লীগের বিদ্রোহী), স্বতন্ত্র আবদুর রশিদ ফারাজী (আওয়ামী লীগের বিদ্রোহী) ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আজগর মনোনয়ন দাখিল করেন। 

সারিয়াকান্দি পৌরসভার টিকাদানকারী মতিউর রহমান পদত্যাগ করলেও তা গৃহীত হয়নি। এ কারণে মঙ্গলবার যাচাই-বাছাইকালে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তিনি তিন কর্মদিবসের মধ্যে আপিল করতে পারবেন। প্রার্থী মতিউর রহমান জানান, তারা এ ব্যাপারে আপিল করবেন। তার বলেন, আমি সঠিক সময়ে ও সঠিকভাবে পদত্যাগ করেছি। আশা করছি প্রার্থিতা ফিরে পাবো।

দ্বিতীয় ধাপের নির্বাচনে আগামী ২৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। ১৬ জানুয়ারি সারিয়াকান্দি ও সান্তাহার পৌরসভায় ইভিএম পদ্ধতিতে এবং শেরপুর পৌরসভায় ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি গ্রহণের কাজ চলছে। প্রার্থীরাও নিজেদের নির্বাচনী এলাকায় দোয়া ও ভোট প্রচারণায় ব্যস্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে