বগুড়া থেকে : দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম মন্টুকে হারিয়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুয়ায়ী বিএনপির ভুট্টু ভোট পেয়েছেন সাত হাজার ৮১৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু ভোট পেয়েছেন সাত হাজার ৩৯৭। এ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক নির্বাচনে অংশ গ্রহণ করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম শ্রেণির এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৬৬৯জন। পুরুষ ভোটার ১২ হাজার ৫৪৮জন এবং নারী ভোটার ১৩ হাজার ১২১জন। মোট ভোটকেন্দ্র ১২টি।