আ.লীগ-জাপা ভয়াবহ সংঘর্ষ, থমথমে অবস্থা
বগুড়া : আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে জাপার এক নেতার বাড়িঘরে আগুন দেয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বগুড়ার শান্তাহারে।
এ ঘটনায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। নিহত শফিকুল ইসলাম জাতীয় শ্রমিকলীগ কর্মী ও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রাশেদুল ইসলাম রাজার ছোট ভাই।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমপক্ষে ৩০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে জাানান আদমদিঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির ।
তিনি জানান, পরিস্থিতি যাতে ঘোলাটে না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
৮ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�