মুখে মিষ্টি তুলে দেয়ার দৃশ্য কীভাবে সহ্য করবে মা-বাবা?
বগুড়া প্রতিনিধি : বাড়ির সানসেড ধসে পড়ে মারা গেল রুবাইয়া জাফরিন রশ্মি (১৩) ও রিক্তা (৪) নামের দু’বোন। ফুটফুটে দু’মেয়ের এমন মৃত্যু কামনা করেননি মা-বাবা। দুই মেয়ের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তারা। বোনের মুখে মিষ্টি তুলে দেয়ার দৃশ্য কীভাবে সহ্য করবেন মা-বাবা?
শুক্রবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বগুড়ায় শহরের ঠনঠনিয়া হাজিপাড়ায়। আদরের দুই মেয়ের মৃতুতে যেন আকাশ ভারী হয়ে উঠছে।
জানা গেছে, সোনালী ব্যাংক শেরপুর রোড শাখার প্রিন্সিপাল অফিসার রফিকুল ইসলামের দোকানের কর্মচারী আলম তার মেয়ে রশ্মি ও রিক্তাকে বগুড়ার শহরের অদূরে সাবগ্রাম ইউনিয়নের চকসরতাজ গ্রামের নিজ বাড়িতে বেড়াতে নিয়ে যান।
দুপুরে দুই বোন মই দিয়ে বাড়ির সানসেডের ওপর ওঠে। এ সময় তারা লাফালাফি করার ফলে সানসেড ভেঙে পড়ে। সানসেডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রশ্মি মারা যায়। গুরুতর আহত রিক্তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়।
বগুড়া সদর থানার ওসি আবুল বাসার জানান, সানসেড ধসে ঘটনাস্থলে মারা যায় রশ্মি। এরপর গুরুতর আহত রিক্তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে টাঙ্গাইলে মারা যায়।
৮ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�