মঙ্গলবার, ০৬ জুলাই, ২০২১, ০৫:৩৬:০০

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যুর ৬ মাস পর বদলির আদেশ!

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যুর ৬ মাস পর বদলির আদেশ!

নিউজ ডেস্ক:  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ৬ মাস পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামানিককে বদলি করা হলো। গত ৫ জুলাই স্বাস্থ্য ও পরিবারক্যলাণ মন্ত্রাণালয়ের স্বাস্থ্য বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মৃ'ত ওই চিকিৎসককে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে বদলি করা হয়।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, গত জানুয়ারি মাসে বক্ষব্যাধি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামানিকের করোনায় মৃত্যু হয়েছে। তার বদলির আদেশটি ভু'লক্র'মে হয়েছে। এটি মন্ত্রণালয় থেকে করা হয়েছে। এই আদেশে ডা. জীবেশ কুমারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে যোগদান করার কথা বলা হয়।

উল্লেখ্য, ডা. জীবেশ কুমার প্রামানিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ জানুয়ারি মা'রা যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে