বগুড়া থেকে: ঢাকা-১৭ উপনির্বাচনে কেন প্রার্থী হয়েছেন? জবাবে আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, ‘বগুড়ায় কাহালু-নন্দীগ্রাম আসনের উপনির্বাচনে আমাকে নয়-ছয় করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ করতেই ঢাকা-১৭ আসনের প্রার্থী হয়েছি।’
আজ সকাল ৮টার দিকে বগুড়ার সদর উপজেলার এরুলিয়া ঈদগাহে নামাজ আদায়ের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘৩ লাখ ৩৩ হাজার ভোটারের মধ্যে গুলশান-বনানী এলাকার এলিট শ্রেণির ভোটারের সংখ্যা খুব বেশি নয়। ’
হিরো আলম বলেন, তাছাড়া এলিট শ্রেণির মানুষও যে হিরো আলমকে পছন্দ করেন, সেটা ভোটেই প্রমাণ করে দেব। হিরো আলমকে নিয়ে মানুষের আগ্রহ আছে। কারণ আমি মাটি ও মানুষের কথা বলি। হিরো আলমকে ডাক দিলে কাছে পাওয়া যায়। যারা অনেক বড় বড় ও আমাকে নিয়ে নেতিবাচক কথা বলেন, তারা কিন্তু মাঠে থাকে না। শুধু ফেসবুকে স্ট্যাটাস ও বড় বড় বুলি ছাড়ে।’
বগুড়ার মতো ঢাকা-১৭ আসনের নির্বাচনেও একতারা প্রতীকে ভোট করা প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘একতারা এখন জনপ্রিয়তার প্রতীক। সবার পরিচিত মার্কা এখন একতারা। সেই হিসেবে ভালোই হয়েছে।’
সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান ওরফে চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে অংশ নিয়েছেন হিরো আলম।