শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ১১:০১:২৮

দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু

দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু

এমটিনিউজ ডেস্ক : বগুড়ার আদমদিঘী উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের মুরইল বাসট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।

আদমদিঘী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাকচালক ও মালিক মোস্তাক আলী। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। অপর দু’জনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে ট্রাকমালিক মোস্তাক ও সহকারী সাইফুল ইসলাম মার যান।

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি বলেন, ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে দুজন মারা গেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে