শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ১১:১২:২১

সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু

এমটিনিউজ ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে শুক্রবার সন্ধ্যায় ও আদমদীঘিতে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসহ পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুটি থানার ওসি ও হাইওয়ে পুলিশ সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠুর স্ত্রী জাকিয়া রেজওয়ানা তাসলি (৩০) ও তাদের ছেলে তাসফিয়ান রহমান (৫) এবং ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক আলী (৪৫), পিকআপচালক ঢাকার কামরাঙ্গীরচরের গফুর প্রামাণিকের ছেলে দাদন মিয়া (৪০) ও যাত্রী নওগাঁর সাপাহার মাস্টারপাড়ার আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০)।

শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম জানান, মোস্তাফিজুর রহমান মিঠু শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে স্ত্রী জাকিয়া রেজওয়ানা তাসলি ও শিশুপুত্র তাসফিয়ান রহমানকে নিয়ে উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আড়িয়া রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় লেন পরিবর্তনের চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর পড়ে যান। এ সময় ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাকের চালক বগুড়ার শেরপুরের উলিপুরের তোরাব আলীর ছেলে নুরুল ইসলাম পেছন থেকে তাদের পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই মা তাসলি ও ছেলে তাসফিয়ান মারা যান। গুরুতর আহত মিঠুকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল ওয়াদুদ জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। শনিবার এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ট্রাকচালক নুরুল ইসলামের বিরুদ্ধে সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় মামলা করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের পূর্বপাশে খাড়ির ব্রিজের কাছে একটি মালবাহী ট্রাক বিকল হয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মালিক মোস্তাক আলী অন্যদের সহযোগিতায় রশি বেঁধে ট্রাকটি টেনে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকা ছেড়ে আসা নওগাঁগামী মালবাহী পিকআপের চালক দাদন মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকের পেছনে ধাক্কা দেন। এতে পিকআপ চালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত ট্রাক মালিক মোস্তাক আলী ও হেলপার সাইফুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মোস্তাক আলী মারা যান। আহত পিকআপের হেলপার ঢাকার কামরাঙ্গীর চরের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।  ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে