সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫৮:৩১

ক্রিকেট খেলছিল মেয়েরা, ছুরিকাঘাত করলো দুই ছাত্রকে

ক্রিকেট খেলছিল মেয়েরা, ছুরিকাঘাত করলো দুই ছাত্রকে

বগুড়া : ক্রিকেট খেলার সময় মেয়েদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ছাত্রকে ছুরিকাঘাত করেছে বখাটেরা।  সোমবার বিকেল ৫টার দিকে বগুড়ার ধুনট-গোসাইবাড়ি সড়কের চরধুনট ইছামতি নদীর সেতুর ওপর এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ধুনট উপজেলার সদরপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও ধুনট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আরিফ হোসেন (২০) এবং চান্দারপাড়া গ্রামের নান্নু সরকারের ছেলে ও ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নয়ন মিয়া (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইছামতি নদীর ওপর চরধুনট সেতুর পাশে পতিত জমিতে একদল কিশোরী ক্রিকেট খেলছিল।  ওই পথ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় ৫/৬ বখাটে যুবক কিশোরীদের উত্ত্যক্ত করতে থাকে।

এ সময় মাঠের পাশে খেলা দেখতে থাকা নয়ন মিয়া এ ঘটনার প্রতিবাদ করে।  এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে নয়ন মিয়াকে ছুরিকাঘাত করতে থাকে। নয়নের চিৎকারে আরিফ হোসেন সেখানে এলে তাকেও ছুরিকাঘাত করে বখাটেরা।

স্থানীয়রা আহত আরিফ ও নয়নকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  সেখানে তাদের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অংকিতা রব চৈতি জানান, নয়ন মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী জানান, সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আহত দুজনের খবর নেয়া হয়।  এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে