বগুড়া : বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল বগুড়ার শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রী। ভেঙে দেয়া হলো প্রিয়া আর শারতীর বিয়ে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের (লিগ্যাল এইড) হস্তক্ষেপে সোমবার দুপুরে দুজনের বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়অ
এরা হলো উপজেলার উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোড়তা গ্রামের আনন্দ চন্দ্রের মেয়ে ও স্থানীয় বালেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী কুমারি প্রিয়া বালা (১২) ও পঞ্চম শ্রেণির ছাত্রী একই গ্রামের উকিল চন্দ্রের মেয়ে কুমারী শারতী বালা (১৪)।
ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের (লিগ্যাল এইড) প্রকল্প কর্মকর্তা রমজান আলী জানান, একই ইউনিয়নের জয়নগর গ্রামের মধুসূদন সিংয়ের ছেলে উজ্জ্বল সিংয়ের (২৪) সঙ্গে প্রিয়া বালা ও কেশবপুর গ্রামের সুশীল চন্দ্রের ছেলে শ্যাম চন্দের (২৬) সঙ্গে শারতী বালার বিয়ের আয়োজন করা হয়।
খবর পেয়ে সংস্থার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে বিষয়টি জানান তারা।
পরে তাদের সঙ্গে পরামর্শ করে উপজেলা নারী উন্নয়ন ফোরামের প্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। এরপর পরিবারের লোকজনকে বুঝিয়ে বাল্যবিয়ে দুটো বন্ধ করা হয়।
২৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম