এস.আই সাকিল, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়া সদরের গোকুল বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক (মা) সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহবুবুর রহমান অভিভাবকদের উদ্যের্শে বলেন, শিক্ষকের কাজ আপনার বাচ্চাদের সঠিক পদ্ধতিতে শিক্ষাদান করা আর আপনাদের দায়িত্ব বাচ্চাদের সঠিক সময়ে স্কুলে পাঠান। শিক্ষা জীবনের প্রথম ও প্রধান শিক্ষক মা। আজকের এই শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলার শ্রেষ্ঠ ইউপি সদস্য আল আমীন পেস্তা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লায়লা নাজনীন, সাবেক ইউপি সদস্য হাজেরা বেগম, সহকারী শিক্ষক আতিকুর রহমান, নুসরাত জাহান, শেলী বেগম, রতœা বেগম, মাসুদ পারভেজ, সদস্য খলিলুর রহমান, লিমা বেগম, শিল্পি বেগম, রেখা বেগম প্রমুখ। শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথি বৃন্দ।
১০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস