বগুড়া : বগুড়ার শাজাহানপুরের গণ্ডগ্রামে নারীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নববিবাহিত এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম সনাতন চন্দ্র মদক (২৮)। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই দুজনকে আটক করেছে।
শনিবার রাত ১১টার দিকে গণ্ডগ্রাম কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হিন্দু সম্প্রদায়ের হরিবাসর অনুষ্ঠান চলছিল। একই এলাকার নিবারণ চন্দ্র দাস জানান, সনাতন মাত্র এক মাস আগেই বিয়ে করেছিলেন। তাঁর বাড়ি উপজেলার গণ্ডগ্রাম হিন্দুপাড়ায়।
পুলিশ জানিয়েছে, গণ্ডগ্রাম কালীবাড়িতে গত শুক্রবার ভোরে হিন্দু সম্প্রদায়ের হরিবাসর শুরু হয়। শনিবার রাত ১১টার দিকে হরিবাসরে যাওয়া নারীদের উত্ত্যক্ত করে স্থানীয় কিছু যুবক। এ সময় রতন নামের এক যুবক প্রতিবাদ করলে তাঁকে মারধর করে উত্ত্যক্তকারীরা। এ সময় রতনের ভগ্নিপতি সনাতন মদক তাঁকে উদ্ধার করতে গেলে তাঁকে ছুরিকাঘাত করা হয়।
স্থানীয় লোকজন সনাতনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দিকে, হরিবাসরে যুবক খুনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে হিন্দু সম্প্রদায়ের লোকজন। তাঁরা লাশ নিয়ে আজ সকালে মেডিকেল চত্বরে বিক্ষোভ মিছিল করেন এবং ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, এর আগেও হিন্দুদের ওপর নির্যাতন হয়েছে। এবার হরিবাসরে আবারও হিন্দু যুবককে খুন করা হলো। প্রশাসন হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। হিন্দুদের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
০৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস