বুধবার, ২৫ মে, ২০১৬, ০৩:৩২:০৫

গণতন্ত্র স্থায়ী করতে কোনো দলেরই ভূমিকা নেই : জোনায়েদ সাকি

গণতন্ত্র স্থায়ী করতে কোনো দলেরই ভূমিকা নেই : জোনায়েদ সাকি

বগুড়া : গণসসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ক্ষমতা একচেটিয়া করার ব্যবস্থা পাকাপোক্ত করা হচ্ছে।  দেশের মানুষ এখন শঙ্কিত।  

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার হরণ করা হচ্ছে।  সব গণতান্ত্রিক ক্ষেত্রে সরকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে।  গণতন্ত্রকে স্থায়ী করতে কোনো দলেরই তেমন ভূমিকা নেই।

বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন থেকে সদস্য সংগ্রহের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, এ কারণে সাধারণ মানুষের মধ্যে অসহায় অবস্থার সৃষ্টি হয়েছে।  এ অবস্থা থেকে উত্তরণে একটি গণতান্ত্রিক দলের কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণসসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম, বগুড়া জেলা সংগঠক আব্দুর রশিদ, আব্দুল মান্নান, অ্যাডভোকেট ফারুক হোসেন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতা সাদিক রেজা প্রমুখ।
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে